• February 112025
  • PUB

পিআইআরডি, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে "Opportunities and challenges in Agriculture Marketing in Bangladesh" শীর্ষক গবেষণা কার্যক্রম

...

সিটি ব্যাংক পি এল সি এর অর্থায়নে পিআইআরডি, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে "Opportunities and challenges in Agriculture Marketing in Bangladesh" শীর্ষক গবেষণা কার্যক্রমের আওতায় শস্য/বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ,  সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অদ্য ১১/০২/২০২৫ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার নারচি গ্রামে নির্বাচিত পরিবার প্রধানদের অংশগ্রহন এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে মূল্যবান বক্তব্য রাখেন ড. এস.জে. আনোয়ার জাহিদ, পরিচালক  (পিআইআরডি) ও রেজিস্ট্রার, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আরও বক্তব্য রাখেন ড. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া। 

প্রশিক্ষণ কর্মসূচীতে সেশন পরিচালনা করেন মোছাঃ শেলী খাতুন, গবেষণা টীমলিডার ও সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পূর্বাশা দাস, গবেষণা সদস্য ও প্রভাষক, ব্যবসায় প্রশাসন বিভাগ, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং মোঃ মাজহারুল হক, সংযুক্ত কর্মকর্তা, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া।

Related Seminars